ন্যাভিগেশন মেনু

মৌমিতার লেখা "ছায়াঘর" বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়


“ছায়াঘর" বইটি মৌমিতার লেখা পঞ্চম বই। আমাদের অজান্তেই চারপাশে ঘটে যাচ্ছে রহস্যজনক অনেক ঘটনা, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়না। কোনো যুক্তি দিয়েই সমাধান করা যায়না যে রহস্যগুলোকে- সেই টুকরো টুকরো রহস্যের পাতাকে জোড়া লাগিয়ে 'ছায়াঘর' বইটিতে তুলে ধরা হয়েছে।যারা ছোট ছোট ঘটনার মাঝেও রহস্য খুঁজতে পছন্দ করেন, রহস্যের রোমাঞ্চে গায়ে শিহরণ জাগে যাদের-তাদের জন্যই “মৌমিতার"লেখা এই বইটি। আশা করা যাচ্ছে মৌমিতার লেখা এই বইটি পড়ে পাঠকরা আনন্দ পাবেন।

মৌমিতা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে।বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।

৭ম শ্রেণিতে থাকাবস্থায় মৌমিতার প্রথম বই প্রকাশিত হয়। ইতোপূর্বে বইমেলায় প্রকাশিত মৌমিতার লেখা অন্য চারটি বই হলো: হরেক রকম ছড়া, বাংলা মায়ের রূপ,ভাবনাগুলো ছন্দের তালে, সোনার চুড়ি।

মুবাশশিরা তাসনিম মৌমিতা ২৪ জুলাই ২০০৩ সালে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করে । পড়াশোনার পাশাপাশি বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কবিতা-গল্প লিখা ইত্যাদি সহশিক্ষামূলক কার্যক্রমে সে তার মেধার স্বাক্ষর রেখে চলেছে ।ছোটবেলা থেকেই তার শখ  বই পড়া ও লেখালেখি করা।