ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই


করোনাকালেও নতুন বছরের প্রথম দিন প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে বই তোলে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও সীমিত পরিসরে শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই তোলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীকে বই তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইটি) মল্লিকা দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ অনেকেই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও শিক্ষার্থীদের অভিবাবকরাও উপস্থিত ছিলেন।

এসএইচ/এডিবি