ন্যাভিগেশন মেনু

ম্যাচ জেতার জন্য এসেছি: মুমিনুল


আগামীকাল দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দু’দল।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যাশা ব্যাক্ত করেছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

এ সময় অধিনায়ক বলেন, ‘আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করবো ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি, ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাবো।’

মুমিনুল আরও বলেন, ‘সাকিবের জায়গায় যাদের সুযোগ হবে খেলার তারা শতভাগ দিলেই সাফল্য পাওয়া যাবে। সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করবো। তবে দলে যেই আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।”

এমআইআর/এডিবি