ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪২ বাংলাদেশি নিয়ে ঢাকার পথে বিশেষে ফ্লাইট


যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪২ বাংলাদেশি নিয়ে কাতার এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করলো।

শুক্রবার (১৫ মে) রাত ১১টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ডুলেস এয়ারপোট থেকে ছেড়ে আসে। আগামীকাল (১৭ মে) বিকেলে ঢাকায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটটি অবতরণের কথা। 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরও জানান, সকল যাত্রীই আমেরিকান চিকিৎসকের কাছে থেকে ‘করোনা-মুক্ত’র সার্টিফিকেট নিয়েছেন এবং তা ঢাকায় কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। 

এসব বাংলাদেশির মধ্যে রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, ট্যুরিস্ট অথবা বিজনেস ভিসায় আগতরা ছাড়াও কিছু সরকারি ও বেসরকারি অফিসের আমলা। 

গত ৪ মে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছেন আটকে পড়া বাংলাদেশিদের ঢাকায় নেওয়ার জন্যে। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের নির্দেশে করোনার কারণে আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে যারা ঢাকায় ফিরতে উদগ্রিব তাদের তালিকা করে ওয়াশিংটনস্থ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেসস্থ কন্স্যুলেট জেনারেল অফিস। চার্টার্ড ফ্লাইটের ভাড়া হিস্যা অনুযায়ি পরিশোধের শর্তেই তারা রওয়ানা দিলেন প্রিয় মাতৃভূমিতে স্বজনের সাথে ঈদ উদযাপনের অভিপ্রায়ে। 

এডিবি/