ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু


দুদিন পর করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রে ৫ বাংলাদেশি মারা গেছেন।

তাদের একজন থাকতেন বস্টনে এবং অপর চারজনই নিউইয়র্ক সিটির বাসিন্দা ছিলেন। তারা সকলেই বয়সের ভারে ন্যুব্জ থাকায় নানা জটিল রোগে ভুগছিলেন। এমনি অবস্থায় করোনা ভর করেছিল।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এ সংবাদদাতাকে জানান, ফেনীর সন্তান এবং বস্টনের প্রবাসী মোহাম্মদ শামসুল হক (৮২) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ঢাকার বাড্ডার সন্তান এবং নিউইয়র্কে প্রবাসী মো. নুরুদ্দীন (৬৫) এবং রাশেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন নিউইয়র্কের হাসপাতালে। একইদিন রাত সাড়ে ১১টায় মারা গেছেন সিলেটের সন্তান এবং এস্টোরিয়ায় বসবাসরত সাব্বির এ খান (৬৭)। 

অপরদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া এবং সেক্রেটারি আশরাফ আলী খান লিটন এ সংবাদদাতাকে জানান, রাউজান নিবাসী এবং নিউইয়র্কে বসবাসরত আবু তাহের (৮৫) স্থানীয় মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার কোন প্রবাসীর মৃত্যু সংবাদ না পাওয়ায় কমিউনিটিতে স্বস্তি নেমে এসেছিল। কিন্তু শুক্রবার এই চারজনের মৃত্যু সংবাদ পুনরায় বিষণ্নতায় আক্রান্ত করেছে গোটা কমিউনিটিকে। 

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১১ বাংলাদেশীর প্রাণ ঝরলো।

অপরদিকে, নিউইয়র্ক স্টেটে ৭ মে বৃহস্পতিবার মারা গেছে মোট ২১৬ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ২৩১ অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে মৃত্যু কমেছে ১৫। জন হোপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, শুক্রবার রাত ১১টা নাগাদ যুক্তরাষ্ট্রে মোট মারা গেছে ৭৮ হাজার ৬১৫ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন। আরোগ্য লাভ করেছে ২ লাখ ২৩ হাজার ৬০৩ জন। 

এডিবি/