ন্যাভিগেশন মেনু

যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী কম থাকবে সেই কাউন্সিলরকে পুরস্কৃত করবো: আতিক


যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সব থেকে কম থাকবে সেই কাউন্সিলরকে আমরা পুরস্কৃত করবো বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

বুধবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযানে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, জরিমানা করতে চায় না সিটি কর্পোরেশন। তবে বাধ্য হয়েই তা করতে হয় মাঝে মাঝে। যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সব থেকে কম থাকবে সেই কাউন্সিলরকে আমরা পুরস্কৃত করবো। আমাদের ৭২০ জনের মতো স্বেচ্ছাসেবী আছেন। তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে ছবি তুলবেন। এভাবে যে স্বেচ্ছাসেবক এমন ছবি সব থেকে বেশি দিতে পারবেন যেখানে লার্ভা আছে, সেই স্বেচ্ছাসেবককেও আমরা পুরস্কৃত করবো। বিশেষ করে কোনো নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না। সেখানে জরিমানা করা হবে, প্রয়োজনে জেল দেয়া হবে।

এ সময় প্রতি শনিবার সকাল ১০ টায় দশ মিনিটের জন্য যার যার বাসা, অফিস পরিষ্কার কর্মসূচি ঘোষণা করেন মেয়র। উত্তরের ৪২টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হবে বলেও জানান তিনি।

ডিএনসিসির এই প্রচার অভিযানে আজ উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

ওআ/