ন্যাভিগেশন মেনু

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সামিট কম্পিউটার ল্যাব উদ্বোধন


বাংলাদেশের ভিন্নধারার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে, সামিট গ্রুপের সিএসআর কার্যক্রমের অধীনে স্থাপিত হলো ‘সামিট কম্পিউটার ল্যাব’। গতকাল ল্যাবটি উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। 

ল্যাব স্থাপনে পৃষ্ঠপোষকতার জন্য সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে ধন্যবাদ জানিয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচা‍র্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, “শিক্ষা‍র্থীদের কম্পিউটার-ভিত্তিক যুগোপযোগী শিক্ষা প্রদানে ঐকান্তিক সহযোগিতায় এই ল্যাব স্থাপন একটি অনন্য পদক্ষেপ। এর ফলে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা তাদের অধ্যায়নধারায় প্রয়োজনীয় কম্পিউটার বিষয়ক কোর্স যেমন গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, থ্রিডি ইত্যাদি বিষয়ে দক্ষতা অ‍‍র্জনের সুযোগ পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান এবং উপাচা‍র্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। পরে মুহাম্মদ আজিজ খান বিশ্ববিদ্যালয় পরিদ‍‍র্শন করেন এবং শিক্ষা‍র্থীদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠান ‘মিট দ্যা ড্রিমার’-এ অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল মাহমুদ উল আলম (অব.), বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষা‍র্থী ও ক‍‍র্মক‍‍র্তাবৃন্দ।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে:

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।

সামিটের সিএসআর কার্যক্রম সম্পর্কে: 

সামিট বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রতিষ্ঠান এবং আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে আমরা যেসব এলাকায় ব্যবসা পরিচালনা করি সেখানকার সামাজিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবার সুবিধা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আছে। সামিটের জ্যেষ্ঠ নেতৃত্বের অংশগ্রহণে সিএসআর কমিটি পরিচালিত হচ্ছে এবং ইতিপূর্বে সিএসআর কার্যক্রমের জন্যে সামিট পুরস্কৃত হয়েছে। এ ছাড়া মুহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবার, আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা করে থাকেন। বিস্তারিত জানতে: www.summitpowerinternational.com