ন্যাভিগেশন মেনু

রাজশাহীতে চিহ্নিত ৩ ছিনতাইকারী গ্রেপ্তার


রাজশাহী মহানগরীর চিহ্নিত তিন ছিনতাইকারীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

নানান সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত থাকা এই তিন ছিনতাইকারী হচ্ছে- হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে জানা ওরফে জনি (৩০), তার ছোট ভাই রায়হান ওরফে পাপ্পু (২৬) এবং মধ্য নওদাপাড়ার ভাড়াটিয়া আশরাফুল ইসলাম জনি (২৮)। আশরাফুলের বাবার নাম মৃত সোহরাব হোসেন।

অস্ত্রসহ গ্রেপ্তার পাপ্পু ও জনির সঙ্গে রতন ও ইলিয়াস নামে অপর দুইজন রবিবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণালী মোড়ের পেছনে জনৈক ইমরান হোসেনকে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

গুরুতর আহত ইমরানের বাড়ি হেতেম খাঁ ছোট মসজিদ এলাকায়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইমরানের বড় ভাই শওকত হোসেন পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কিন্তু পুলিশকে দেখে পালাতে গিয়ে পাপ্পুর পা ভেঙে যাওয়ায় তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, এই তিনজনের মধ্যে পাপ্পুর বিরুদ্ধেই নগরীর বোয়ালিয়া মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। জনির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। আশরাফুল বিরুদ্ধে রাজপাড়া ও পবা থানায় তিনটি মামলা রয়েছে।

ওয়াই এ/এডিবি