ন্যাভিগেশন মেনু

রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)


ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে কাল বৃহস্পতিবার। 

চলমান রাজনৈতিক অস্থিতিশীল ও আয়করের নতুন আইনের কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  এক মাস বাড়ালে ডিসেম্বর মাস জুড়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন স্বাভাবিক ব্যক্তি করদাতারা। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র আরো জানায়, রিটার্ন জমার সময় বাড়ানো হতে পারে কোম্পানি করদাতাদের ক্ষেত্রেও।এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল থেকে এনবিআরে আবেদনের এর প্রেক্ষিতে সময় বাড়াতে অর্থমন্ত্রীকে চিঠি দেয় এনবিআর।

কর্মকর্তারা জানান, সময় বাড়াতে সায় দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ বিভাগ সময় বাড়ানোর নোটিশ জারি করতে পারে।

সূত্র জানায়, কোম্পানি করদাতার রিটার্ন জমার সময়ও বাড়ছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তারা জানান, জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি করদাতারাও।

আইন অনুযায়ী, ব্যক্তি করদাতার রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামীকাল ৩০ নভেম্বর। আর কোম্পানি করদাতার রিটার্ন জমার শেষ সময় ১৫ জানুয়ারি।

উল্লেখ্য যে, এর আগে আরও একটি সংগঠন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন করেছে। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে। গত ৮ নভেম্বর এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।