ন্যাভিগেশন মেনু

রেলপথে নাশকতা রোধে পটিয়া রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং


ট্রেলপথে নাশকতা রোধে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের চট্টগ্রাম জেলাস্থ পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় বিট পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম  ইনচার্জ সভাপতিত্বে চট্টগ্রাম জেলাস্থ পটিয়া  রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে নাশকতা রোধে, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি, ট্রেনে ভ্রমণে সর্তকতা, পাথর নিক্ষেপ বন্ধের বিষয়ে বিট পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে সার্কেল সহকারি পুলিশ সুপার আতিক আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম দোহাজারী রেলওয়ে যাত্রী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, পটিয়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারন সম্পাদক, পটিয়া থানা পুলিশ, দোকানদার এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ। 

বিট পুলিশিং সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধে এবং রেলপথে নাশকতা রোধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।