ন্যাভিগেশন মেনু

লেবাননে ফের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি


লেবাননে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন ধনকুবের নাজিব মিকাতি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ১৩ মাস পর নাজিব মিকাতি প্রেসিডেন্ট মিশেল আউন পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির উপস্থিতিতে নতুন সরকার গঠনের আদেশে স্বাক্ষর করেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) লেবাননের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মিকাতি সংবাদমাধ্যমকে বলেন 'পরিস্থিতি খুবই কঠিন। কিন্তু এটা অসম্ভব নয় যদি আমরা লেবানিজ হিসেবে একত্রিত হই। আমাদের হাত একসাথে রাখতে হবে।'

'আমরা সবাই একসাথে কাজ করতে যাচ্ছি, আমরা আশাবাদী, দৃঢ়প্রতিজ্ঞ এবং তার সাথে ঐক্যবদ্ধ', বলেন তিনি।

এর আগে কারা মন্ত্রিসভায় থাকছেন, সেটির একটি চূড়ান্ত তালিকা প্রেসিডেন্ট মিশেল আউনকে দেখান স্পিকার নাবিহ বেরি। এর পরই তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রেসিডেন্ট ভবনে যান তিনি। পরে সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

লেবাননের পূর্ববর্তী সরকারের মতো, এই সরকারের গুরুত্বপূর্ণ পদেও নতুনদের নিয়ে আসা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ইউসুফ খলিল। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাস আবিদকে। তিনি দেশটির সরকার পরিচালিত রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ। করোনা মহামারি মোকাবিলায় কাজ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

নতুন সরকারকে সময় মতো পার্লামেন্ট নির্বাচনও আয়োজন করতে হবে। আগামী বছর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিকাতি লেবাননকে 'ব্যতিক্রমী পরিস্থিতিতে' সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, দেশটির অর্থনীতি ক্রমাগত ভেঙে পড়ছে, শিক্ষার অবস্থা, দেশের মেধা পাচার এবং ওষুধের ঘাটতি সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

মিকাতি বর্তমানে উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলির প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য এবং তিন সদস্যের ব্লকের প্রধান। তিনি এর আগে দুইবার লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন। একবার ২০০৫ সালে তত্ত্বাবধায়ক পদে ছিলেন এবং পরবর্তীতে ২০১১ সালের জুন থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি ব্যবসায়ী এবং লেবাননের অন্যতম ধনী ব্যক্তি।

এমআইআর/এডিবি/