নির্মাতা রায়হান রাফীর নির্মাণে ‘তুফান’ সিনেমাতে অভিনয় করছেন শাকিব খান। সম্প্রতি এই নায়ককে নিয়ে বড় পরিসরে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা। চরকি, আলফা আই ও এসভিএফ (কলকাতা)।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
শাকিব বলেন, ‘তুফান’ এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের সাথে কলকাতার এসভিএফ একসাথে হয়েছে- হয়তো অচিরেই আমরাও বলতে পারবো বক্স অফিসে আমাদের গ্রস সেল ১০০ কোটি হয়েছে!
এই নায়ক আরও বলেন, ‘একটা সময় হয়তো ১০০ কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে। কারণ বাংলার যে পপুলেশন, সেটার কিছু ধারণা পেয়েছি। নর্থ আমেরিকার কথা যদি বলি, সেখানেই মিলিয়নের বেশী বাংলাদেশি বাস করেন। একইভাবে পশ্চিমবঙ্গেরও মানুষ সেখানে বাস করেন। সব মিলিয়ে শুধু নর্থ আমেরিকাতেই বিশ-ত্রিশ লাখের মতো বাঙালি দর্শক আছে। তার মানে হলো, সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজার অপেক্ষা করছে। শুধু দরকার ছিলো বাংলার একটা কোলাবরেশনের। সবাই একসাথে মিলে কাজ করার। কারণ সবাই একসাথে মিলে কাজ না করলে বড় কিছু অর্জন সম্ভব নয়।’
সবশেষে প্রযোজকদের উদ্দেশ্য শাকিব খান হেসে বলেন, ‘শত কোটি টাকা ব্যবসা করলে কত দেবে আমাকে? ২৫ ভাগ আমার?’ এরপরই হাসতে হাসতে বক্তব্য শেষ করেন এই তারকা। উপস্থিত অতিথি, সাংবাদিকরাও হেসে ওঠেন।