ন্যাভিগেশন মেনু

গুলিযুদ্ধে শ্যালিকা ধর্ষক ও মাদক কারবারী নিকেশ


দেশের উত্তর জনপদ জেলা রাজশাহীর পুঠিয়া উপজেলায় এলিট ফোর্স র‌্যাবের সঙ্গে ‘গুলিযুদ্ধে’ এখলাস উদ্দীন (২০)  শ্যালিকা ধর্ষক ও মাদক কারবারী মামলার আসামি নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে এ গুলি যুদ্ধ ঘটে। র‌্যাব জানায়, এখলাস মাদক কারবারী ছিল। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ভোরে পীরগাছা গ্রামে র‌্যাব তার সন্ধ্যান পেয়ে আটক করার চেষ্টা করলে সে গুলি চালায়।

এ সময় আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালালে এখলাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও ৪৮০ পিস ইয়াবা পাওয়া গেছে। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, এখলাসের বিরুদ্ধে শালিকাকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ রয়েছে।

গত ২৫ জানুয়ারি দুলাভাই এখলাসের বাড়িতে বেড়াতে যায় পুঠিয়া বাজারের বাসিন্দা সেলিম উদ্দীনের মেয়ে ইভা আক্তার (১২) । ওই রাতেই এখলাস তাকে ধর্ষণ করে। এ নিয়ে গ্রামে শালিশও হয়।

এর দুইদিন পর গত ৯ এপ্রিল ইভা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ইভার বাবা বাদী হয়ে মামলা করেন।

ওআ/ এস এস