ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীতে সরকারি নির্দেশনা না মেনে চলছে পাঠদান ও পরীক্ষা


মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও জামালপুর জেলার সরিষাবাড়ীর হেলেঞ্চাবাড়ীর মোনালিসা কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুলের ৩টি শাখায় সরকারি বিধিনিষেধ ও সরকারি নির্দেশনা না মেনে পাঠদান চালাচ্ছে। এ স্কুলের শিশু শিক্ষার্থীদের সকাল ৭টা হতে ১০টা পর্যন্ত ক্লাস করানো হচ্ছে। কিছুদিন পর পর পরীক্ষার নামে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

সরেজমিনে দেখা যায়, মোনালিসা কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুলের হেলেঞ্চাবাড়ী, মোটের পাড় বাঘমারা ও ছাতারিয়ার চুনিয়াপটল পূর্বপাড়া শাখায় ক্লাস চলছে। আর কিছুদিন পর পর পরীক্ষার নাম করে অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এসব শাখায় প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশু শিক্ষার্থীদের ক্লাস করানো হয়।

কিন্ডারগার্টেনের পরিচালক আনোয়ার হোসেন, তার স্ত্রী ও একাধিক শিক্ষক পৃথক শাখায় তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া কোনো শিশু শিক্ষার্থীর মুখে ছিলো না মাস্ক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। আমি পরিক্ষার ফি ও গত তিন মাসের বেতন বাবদ মোট ২ হাজার ২২০ টাকা দিয়েছি।

না পড়িয়ে টাকা আদায় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অনান্য অভিভাবকরা।

এ বিষয়ে হেলেঞ্চাবাড়ীর মোনালিসা কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, আমি টুকটাক স্কুল চালাই। সকাল ১০-১১টার সময় বাচ্চাদের ছেড়ে দেই। আর স্কুলের শিক্ষার্থীদের অনেক বকেয়া আছে। ফলে পরীক্ষা ও শিক্ষার্থীদের ক্লাস নিয়ে কিছু বেতন আদায়ের জন্য এটা করছি। তবে অন্য কোনো উদ্দেশ্য নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরকারি আদেশ না মেনে ক্লাস বা পাঠদান চালালে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএএম/এসএ/এডিবি/