ন্যাভিগেশন মেনু

সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্টের সেমিনারে চবি উপাচার্য

'পৃথিবীতে শান্তির বাণী যথাযথভাবে ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি ফিরে আসবে'


সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে সোমবার (২২ জানুয়ারি) বিকালে চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে “Is a Nonkilling Society Possible? How can a question mobilize change?” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

চবি আইন অনুষদের ডিন ও সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চবি’র পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চবি’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রাশেদা খানম। চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী’র পরিচালনায় সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

চবি উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বে সর্বত্র সংঘাত-হানাহানি-যুদ্ধ সমাজকে অস্থির করে তুলেছে। এ সংঘাতময় পরিস্থিতিতে সারাবিশ্বের উন্নয়ন-অগ্রগতি আজ হুমকির মুখে পড়েছে। অস্থির পৃথিবীতে শান্তির বাণী যথাযথভাবে ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি ফিরে আসবে। এজন্য আমাদের সবাইকে অহিংস সমাজ গঠনের পাশাপাশি মানবিক সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে।” 

তিনি সকলকে ধর্মীয় অনুশাসন মেনে আদর্শিক-মানবিক মানুষ হয়ে নীতি-নৈতিকতা ধারণ, লালন ও চর্চার মাধ্যমে অহিংস বিশ্ব গড়ে তোলার আহবান জানান।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগন ছিলেন