ন্যাভিগেশন মেনু

সোমবার ভারতে টিকাদান মহড়া


ভারতে করোনাভাইরাসের টিকাদানের প্রস্তুতি শুরু হচ্ছে সোমবার। এর অংশ হিসেবে দেশটির আসাম,   গুজরাট ও পাঞ্জাব প্রদেশে সোম ও মঙ্গলবার টিকাদানের মহড়া অনুষ্ঠিত হবে।

টিকাদানের ব্যবস্থাপনার সক্ষমতা যাচাই এবং কোনো ঘাটতি চোখে পড়ে কিনা তা খতিয়ে দেখা হবে এ মহড়ায়। মহড়ায় চার প্রদেশে দুটি করে জেলায় পাঁচ ধরনের প্রস্তুতি পরীক্ষা করে দেখা হবে। জেলা হাসপাতাল থেকে কমিউনিটি, গ্রামীণ, শহুরে এবং প্রাইভেট স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসব মহড়া অনুষ্ঠিত হবে। টিকাদানের সময় যাতে রোগটি না ছড়ায় সেদিকে কড়া নজর রাখা হবে। মহড়াতেও বিষয়টি গুরুত্ব পাবে।

ভারতে জানুয়ারির যে কোনো সময় করোনার টিকাদান শুরু হবে বলে সরকার জানিয়েছে। চলতি সপ্তাহেই দেশটিতে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেওয়া হতে পারে। ইতোমধ্যে অক্সফোর্ডের টিকার কয়েক কোটি ডোজ তৈরি করা হয়েছে দেশটিতে। টিকাদানের জন্য ইতোমধ্যেই ৭ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে ভারত সরকার।

এস এস