ন্যাভিগেশন মেনু

স্থগিত হলো শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা


লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক রবিবার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে। লকডাউন যতোদিন থাকবেন ততোদিন এ পরীক্ষা বন্ধ থাকবে। তবে শনিবার (৩ এপ্রিল) পূর্বঘোষিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ বিষয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব (উপ-সচিব) ড. এটিএম মাহবুব-উল করিম।

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে।

এমআইআর/এডিবি