ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে লেখেন, ‘আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেব, ইনশাআল্লাহ।’
তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি, সেটাই প্রকাশ করবেন ওইদিন। তার মানে ১৩ সেপ্টেম্বর মাহি আরেকটি বিয়ের কথা জানাচ্ছেন? ভক্ত অনুসারীদের অনুমান, ওইদিন মাহির ‘সারপ্রাইজ’ মানে নতুন বিয়ে করার ঘোষণা।
জনপ্রিয় নায়িকা মাহিয়া মহির বিয়ে বিচ্ছেদ ও নতুন বিয়ে নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে।
‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
মাহিয়া মাহি বিয়ে করেছেন- এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে। তবে ওইসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি। বিষয়টি নিয়ে মাহি বলেন, না, বিয়ে করিনি। গুজব ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, মাহিয়া মাহি প্রথম বিয়ে করেছেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ২০১৬ সালে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে সুখেই সংসার করছিলেন। তবে মাঝে একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশেষে গত মে মাসে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন মাহি।
ওআ/