ন্যাভিগেশন মেনু

১৭তম ভার্চুয়াল এক্সপো আয়োজন করছে সেমস গ্লোবাল


নিউ ইয়র্ক ভিত্তিক শীর্ষস্থানীয় ট্রেড শো আয়োজক ‘সেমস গ্লোবাল’ আয়োজন করতে যাচ্ছে বস্ত্রশিল্পের অন্যতম বৃহৎ প্রদর্শনী ১৭তম Dhaka Internstional Yarn & Fabric ChoW 2021 (Winter edition) ভার্চুয়াল এক্সপো।

আগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটি অনুষ্ঠিত হবে। ওইদিনগুলোতে বাংলাদেশ সময় অনুযায়ি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

কোভিড-১৯ মহামারির কারণে সকল ভ্রমণ বাতিল হওয়ায় বস্ত্রখাতের বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনীও বাতিল অথবা স্থগিত হয়েছে। যদিও কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে আন্তর্জাতিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক অনুপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

পরিবর্তিত পরস্থিতিতে ক্রেতারা যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ভার্চুয়াল এক্সিবিশনকে বেছে নিয়ে তাদের চাহিদা পূরণে ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী প্রস্ততকারীদের সাথে যুক্ত কর়েছেন।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সেমস গ্লোবাল ‘CCPIT Tex’ এর সহযোগিতায় ১৭তম Dhaka Internstional Yarn & Fabric ChoW 2021 (Winter edition) প্রদর্শনীটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

১৭তম Dhaka Internstional Yarn & Fabric ChoW 2021 (Winter edition) ভার্চুয়াল এক্সপো, দক্ষিণ এশিয়ার সুতা ও কাপড় উৎপাদনকারী গুরুত্বপূর্ণ দেশগুলোর সুবিধার্থে আয়োজিত হতে যাচ্ছে।

বর্তমান মহামারি পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন ডিজিটাল মাধ্যমে আরও বেশি করে ঝুঁকছে এবং ১৭তম Dhaka Internstional Yarn & Fabric ChoW 2021 (Winter edition) ভার্চুয়াল এক্সপো'র মাধ্যমে ক্রেতারা প্রস্ততকারীদের সাথে লাইভ চ্যাট, ভয়েস এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হতে পারবেন, সেই সাথে প্রস্ততকারীদের সাথে মিটিংয়ের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। অনলাইন এই ভার্চুয়াল শো বাংলাদেশের দর্শক ও ক্রেতাদের জন্য আয়োজিত হতে যাচ্ছে।

১৭তম Dhaka Internstional Yarn & Fabric ChoW 2021 (Winter edition) বিশ্বের সুতা-বস্ত্র এবং আনুষঙ্গিক উপকরণের উৎপাদক, সরবরাহকারী এবং ক্রেতাদের ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

চিন, ভারত (প্রদর্শনী প্রচার কাউন্সিল SRTEPC এবং Texprocil) তুরস্ক, মরোক্কো থেকে ৮০টির ও বেশি প্রদর্শক বিভিন্ন ধরণের টেক্সটাইল পণ্য উপস্থাপন করবেন, যেখানে থাকবে হালফ্যাশন এবং উন্নত প্রযুক্তির ফেবি্রকসহ আরও অনেক কিছু।

‘সেমস গ্লোবাল’ ইউএসএ, দ্য সাব কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি (CCPIT) এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নিয়মিতভাবে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে আসছে। কিন্তু বর্তমানে কোভিড-১৯ মহামারির কারণে সামাজিক দূরত্ব রক্ষা করা জরুরী হয়ে পড়ায় প্রদর্শনী অব্যাহত রাখতে ভার্চুয়াল সংস্করণের মাধ্যমে আয়েজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে টেক্সটাইল শিল্পকে নিরবিচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে আরও সামনে এগিয়ে নেওয়া যায়।

চিনের জাতীয় টেক্সটাইল এবং পোশাক কাউন্সিলের (CNTAC) নেতৃত্বে ১৯৮৮ সাল থেকে CCPIT চায়নিজ টেক্সটাইল শিল্প, আন্তর্জাতিক অংশীদার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতার জন্য প্রচার-প্রচারণা করে আসছে। এজন্য CCPIT তাদের পেশাদারিত্বের জন্য স্বীকৃতি অর্জন করেছে। ১৭তম ডিআইএফএস প্রদর্শনীটি ৪র্থ বারের মতো ধারাবাহিকভাবে এই দুই সংগঠনকে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। গত বছর ৯-১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়া "দ্য গ্লোবাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং শো ২০২০" এর পর এটি সেমসের দ্বিতীয় ভার্চুয়াল প্রদর্শনী।

বিটুবি (B2B) ভার্চুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে সেমস গ্লোবালের অফিশিয়াল ওয়েবসাইট: www.cemsoniine অথবা +৮৮০১৮৩৩১৪৮৩০৭ নম্বরে ফোন করতে পারেন।

সিবি/এডিবি