ন্যাভিগেশন মেনু

'কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে'


“সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব বসতি দিবস উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষে কাজ শুরু হয়েছে। কক্সবাজারে সাধারন মানুষদের জন্যও বসতির ব্যবস্থা করা হবে। কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ রক্ষা করে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকার সকল পেশার মানুষের বাসস্থান নিশ্চিতসহ নানাবিধ উন্নয়ন করে যাচ্ছে।

কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব) ফোরকান  আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, মুক্তিযুদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবসার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, সিনিয়র এএসপি খন্দকার গোলাম শাহনেওয়াজ, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, প্রকোশলী বদিউল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী আবু জাফর রাসেদসহ অনেকে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এস এ/এডিবি