ন্যাভিগেশন মেনু

'চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে: এড. বাবুল

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত চট্টগ্রাম জেলার সভায়


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আইনগত সহায়তা সেলের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগের মহানগর জেলা/উপজেলা/থানা আইনগত সহায়তা সেলের কমিটি গঠনকল্পে মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির অডিটরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আইন সহায়তা সেলের বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মো. মুজিবুল হক, রেজাউল করিম চৌধুরী, রতন কুমরা রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাশেম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মনতোষ বড়য়া, হুমায়ন আকতার মোস্তাক, মো. আবদুর রশীদ. আইয়ুব খান, এ.এইচ.এম. জিয়াউদ্দিন, স্টিয়ারিং কমিটির সদস্য এম এ নাসের চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী, চন্দন বিশ্বাস,  মনি দে, জাহাঙ্গীর আলম, কাজী মুহাম্মদ নজমুল হক প্রমুখ। 

সভা শেষে চট্টগ্রাম বিভাগে আইন সহায়তা সেলের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আহবায়ক নির্বাচিত হন মো. মুজিবুল হক, যুগ্ম আহবায়ক নির্বাচিত হন শেখ ইপতেখার সাইমুল চৌদুরী এবং মির্জা কচির উদ্দিন আহমেদ, সদস্য সচিব নির্বাচিত হন এ.এস.এম. বজলুর রশিদ, সমন্বয়কারী নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। সভায় বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রামের জনগণকে আইনী সহায়তা দেওয়ার জন্য আইনজীবীরা আজ ঐক্যবদ্ধ। আমরা ১৬টি আইন সহায়তা সেল গঠন করার মধ্য দিয়ে ১৬টি নির্বাচনী এলাকায় আইনজীবীরা অতন্দ্র প্রহরী হিসেবে ভ’মিকা পালন করবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আইনীভাবে মোকাবেলা করবে। 

ভোট কেন্দ্রে কোন রকম বেআইনী কার্যক্রম ও সন্ত্রাস হতে দিব না। জনগণ এবং প্রশাসনের মধ্য আইনের শাসন, ন্যায়বিচার ও নিরবিচ্ছিন্ন ভোট গ্রহনে আইনজীবীরা সেতু বন্ধনের মত কাজ করবে। দেশের মানুষ এবং প্রশাসন এই অপশক্তির সকল অপ-তৎপরতাকে ধ্বংস করে দিয়েছে। জাতি আজ নৌকাকে বিজয়ী করবার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি আরোও বলেন আমরা চট্টগ্রামের ১৬টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।