ন্যাভিগেশন মেনু

‘বিচারপ্রার্থীদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের’


বিচারপ্রার্থী জনগণের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের সকলের, এ জন্য আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

মামলা পরিচালনার ক্ষেত্রে সমন জারিসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনে আইনজীবী, বিচারক, কোর্ট স্টাফসহ সকলের উপস্থিতিতে একটি আলোচনা সভা করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বিভিন্ন কর্ণারের সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হবে এবং সে ব্যাপারে সমাধানের উদ্যোগ নেওয়াও সহজ হবে।

সোমবার (১৫ মার্চ) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে এবং লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার আয়োজনে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর ও বারের সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, এড. মো: ইউনুচ আলী, তোজাম্মেল হোসেন, পঙ্কজ কুমার, হাসনা হেনা খান, রঘুনাথ মন্ডল, আব্দুর রাজ্জাক, মেহেদি হাসান, জিয়াউর রহমান, আব্দুর জলিল, শাহজাহান আলী প্রমুখ।

সভা পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

এমআরএফ/ ওয়াই এ/এডিবি