ন্যাভিগেশন মেনু

‘লিগ্যাল এইড অফিস আইনি সেবায় মানুষের আস্থার প্রতীক’


লিগ্যাল এইড অফিস কেবলমাত্র গরীবের মামলা পরিচালনার খরচ বহন করেনা, এটি এখন ধনী-দরিদ্র সকলকে আইনগত পরামর্শ দিয়ে থাকে, পাশাপাশি আপোষে বিরোধও নিষ্পত্তি করে থাকে। এজন্য লিগ্যাল এইড অফিস আইনি সেবা প্রদানে মানুষের আস্থার প্রতিকে পরিণত হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

শেখ মফিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন ও আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, জিপি অ্যাডভোকেট শম্ভুনাথ সিংহ, পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট মুনিরুদ্দীন, জেলার কামরুল ইসলামসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সভায় দেওয়ানী মামলা পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ৪ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

এমআরএফ/সিবি/এডিবি