ন্যাভিগেশন মেনু

অনাকাঙ্খিত গর্ভধারণে নারীদের সচেতন করতে হবে


পরিবার পরিকল্পনার কার্যক্রমকে গতিশীল করতে করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করতে বিবাহিত নারীদের সচেতন করতে হবে বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) “করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি-স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে ৬ থেকে ৯ ডিসেম্বর চার দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উপলক্ষে অ্যাডভোসেকি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, পরিবার পরিকল্পনার কার্যক্রমকে গতিশীল করতে চাই সামাজিক আন্দোলন। অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

তিনি আরও বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণের জন্য বিবাহিত নারীদের উৎসাহিত করতে হবে। সকলের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম আরও বলেন, করোনা মহামারি চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা কার্যালয় তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করলেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন আমাদের জন্য যথেষ্ট অবদান রাখবে। আসুন আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সরকারের ভিশনকে বাস্তবায়ন করি।

এ সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজমুল ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের পক্ষে কাশী কুমার দাস।

এ সময় এফপিসিএস-কিউআইটি ডাঃ মোঃ রেজাউল হক স্বাগত বক্তব্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের চলমান অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ শাহ মোঃ এজাজুল হক, এনজিও প্রতিনিধিদের পক্ষে কাঞ্চন সমিতির ক্লিনিক ম্যানেজার মোঃ আলমগীর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রজেক্টশনিষ্ট অমল কুমার সরকার। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের অ্যাডভোকেসি সভায় জিও-এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএএস/ ওয়াই এ/এডিবি