ন্যাভিগেশন মেনু

অনিয়ম অভিযোগে চট্টগ্রাম ওয়াসায় দুদকের তদন্ত টিম


চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় প্রতিষ্ঠানটির বেশ কিছু নথি পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম চট্টগ্রাম ওয়াসা ভবনে তদন্তে যান।
 
বিষয়টি নিশ্চিত করে দুদক উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে অনেক আগেও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এসেছিল। বর্তমানে ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ বিষয়ে অভিযোগ আছে। এসব বিষয়ে আমরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে অনিয়ম হয়েছে কি না সেটা বলতে পারব।’
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।