ন্যাভিগেশন মেনু

অবিরাম বৃষ্টিতে দিনাজপুরের সব নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই


দিনাজপুরে বিগত পাঁচদিন ধরে চলমান বিরামহীন অবিরাম বৃষ্টি মেঘের লড়াইয়ে আলোক রশ্মি বিদ্যুতের ঝলকানিতে আতঙ্কিত হয়ে পড়েছে দিনাজপুরের মানুষ। অবিরাম বৃষ্টি দিনাজপুরের প্রায় সবকটি নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে।

বৃষ্টি এখনও চলমান রয়েছে। অবিরাম বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বন্যার আতঙ্ক বিরাজ করছে দিনাজপুরের মানুষের মনে।

হালকা-মাঝারি ও ভারি বর্ষণ আরও দুই-একদিন থাকতে পারে বলে দিনাজপুর আবহওয়া অফিস সূত্র জানিয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটা থেকে শুরু হওয়া অবিরাম মেঘের লড়াইয়ে আলোক রশ্মি ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করেছিল মানুষ।

এমনিতেই করোনা আতঙ্কে মানুষ দিনাতিপাত করছে, আবার এরমধ্যে অবিরাম বৃষ্টি চলমান থাকায় সব চাইতে বিপদগ্রস্ত হয়ে পড়েছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত প্রায় ঝিমিয়ে পড়েছে।

এমএএস/এমআইআর/এডিবি