ন্যাভিগেশন মেনু

অভিনব কায়দায় পোশাক চুরির সময় চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার


কুমিল্লার চান্দিনা থেকে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান হতে অভিনব কায়দায় পোশাক চুরির সময় সংঘবদ্ধ চোরচক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৫ মার্চ) রাত ১০টায় আভিযান চালিয়ে উপজেলারর কাশিমপুরে বাগুসি এলাকার মো. আবুল কালাম শামীমের গোডাউন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো - মো. জয়নাল আবেদীন (৪০), মো. মাসুম বিল্লাহ (২৭), মো. রিয়াজ (২৮), মো. আহাম আলী (৪৫), মো. জমির আলী (৬৫), মো. মোশারফ হোসেন (৪০), মো. দিদারুল আলম (২৮), মো. রাশেদ (২৬)।

এ সময় তাদের কাছ থেকে কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। 

শনিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, গাজীপুর জেলার বাসন থানাধীন টেলিপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আলফা ড্রেসওয়্যার লিমিটেডের রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করার উদ্দেশ্যে চান্দিনার কাশিমপুর বাগুসি সাকিনস্থ মোঃ আবুল কালাম শামীমের গোডাউন ঘরের ভিতরে কাভার্ডভ্যান ঢুকিয়ে সিলগালা অক্ষত রেখে বিশেষ কৌশলে দরজা খুলে তারা মোড়ককৃত কার্টনগুলো নিচে নামিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে। 

এই চোরচক্র কাভার্ডভ্যানের অসাধু চালক ও হেলপারের পরস্পর যোগসাজশে শিপমেন্টের জন্য প্রস্তুত করা পোশাকভর্তি কার্টন খুলে অভিনব কায়দায় প্রতিটি কার্টন হতে ১০ থেকে ২০টি করে পোশাক চুরি করার সময় র‌্যাব-১১’র একটি দল কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকভর্তি একটি কাভার্ডভ্যানসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা একই স্থানে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলো।

উল্লেখ্য, এভাবে চুরির ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং চাহিদা ও অর্ডার অনুযায়ি শিপমেন্ট দিতে না পারায় বিদেশি ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। ভবিষ্যতে এই সংঘবদ্ধ চোরাইচক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোপন অনুসন্ধান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এমএইচএস/এডিবি