ন্যাভিগেশন মেনু

অযত্ন আর অবহেলায় রাজনগরের শহীদ মিনার


অযত্ন আর অবহেলায় প্রায় সারা বছরই অরক্ষিত থাকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। তাছাড়া এ শহীদ মিনারটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

জানা যায়, সারা বছর ঐতিহ্যবাহী এ শহীদ মিনার বেহাল থাকলেও জাতীয় দিবসগুলোতে নিহত শহীদদের স্মরণে ফুল দেয়ার উদ্দেশ্যে কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। তবে কিছুদিন পর থেকেই আবার বেহাল হয়ে পড়ে এ শহীদ মিনার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাচাবাজারের আদলে ঢাকা পড়ে আছে শহীদ মিনার। শহীদ মিনারের মূল বেদিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে নোংরা ময়লা-আবর্জনা। সিগারেটের প্যাকেটসহ অসংখ্য উচ্ছিষ্ট অংশ। আর ময়লা-আবর্জনায় ভরে থাকে চারপাশ।

অথচ রাজনগরের এ শহীদ মিনারে প্রতি বছর ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্থরের মানুষ।

স্থানীয় বাসিন্দা ইমন আহমদ আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, শহীদ মিনারের অবমাননা মানে ভাষা শহীদদের প্রতি অবমাননা। এমন অবহেলার জন্য কতৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই।

সান ফ্লাওয়ার ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রুকন বলেন, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে শহীদ মিনারের আজ এই অবস্থা। শহীদ মিনারের পাশে জেলেরা জাল রাখে, পাগলেরা বস্তা নিয়ে এখানে বসে থাকে। শহীদ মিনার আমাদের একটা সম্মানের যায়গা তাই এর রক্ষণাবেক্ষণ করা অবশ্যই জরূরী।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, এটা আমাদের প্ল্যানে আছে। আমরা একটা প্রজেক্ট অলরেডি দাড় করিয়েছি, আমরা দেখেছি এটা ভেঙে গেছে চারদিকে। মূল কারণ হচ্ছে এর চারদিকে কোনো বাউন্ডারি নেই। আশাকরি ৬ মাসের মধ্যে আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবো।

এবিষয়ে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান বলেন, আমরা পরিদর্শন করেছি । যেহেতু এটা কেন্দ্রীয় শহীদ মিনার তাই এটাকে আধুনিকায়নের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং খুব শীঘ্রই কাচাবাজারকে স্থানান্তর করা হবে।

সিবি/ওআ