ন্যাভিগেশন মেনু

অযোধ্যায় নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণকাজ শুরু


ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো নতুন বাবরি মসজিদ তৈরির কাজ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিশেষ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ধান্নিপুরে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট (আইআইসিএফ)-এর সদস্যরা এ নির্মাণ কাজ শুরু করেন।

কলকাতা থেকে প্রকাশিত আনন্দ বাজার পত্রিকা জানায়, এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল পৌণে ৯টায় তেরঙ্গা উড়িয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি।

ফারুকি বলেন, ‘মসজিদ নির্মাণস্থলের (সয়েল টেস্ট) মাটি পরীক্ষার মধ্য দিয়েই মসজিদ নির্মাণ কাজ শুরু করেছি। সুতরাং বলাই যেতে পারে মসজিদ নির্মাণের প্রথম পর্বের কাজটা আমরা শুরু করে দিলাম।’

ফারুকি আরও বলেন, ‘মাটি পরীক্ষার রিপোর্ট চলে এলে এবং মসজিদের নতুন নকশাটি অনুমোদন পেলেই পুরোপুরিভাবে নির্মাণ কাজ শুরু করবো।’

তিনি আরও বলেন, নির্ধারিত স্থানে দৃষ্টিনন্দন নতুন মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যেই অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে অনেকেই এ নির্মাণ প্রকল্পে অর্থ দান করেছেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একর জমির উপর নির্মিত হচ্ছে নতুন ডিজাইনের দৃষ্টিনন্দন এ মসজিদ।

শহিদ বাবরি মসজিদের পরিবর্তে নির্মিত নতুন মসজিদের নাম কী হবে? এ বিষয়ে এখনো কোনো কিছু ঠিক হয়নি বলে জানিয়েছে আইআইসিএফ। তবে তারা এটা জানিয়েছে যে, ধান্নিপুরে নির্মিত নতুন মসজিদটি কোনো রাজা বা সম্রাটের নামে হবে না।

গত মাসেই মসজিদের একটা নকশা প্রকাশ করেছে আইআইসিএফ। গম্বুজটি তৈরি হবে কাঁচ দিয়ে। থাকবে বিশাল চত্বর জুড়ে বাগান। হাসপাতাল ভবনেরও সুন্দর রূপ দেওয়া হবে।

এস এ /এডিবি