ন্যাভিগেশন মেনু

আইএসআই’র সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সখ্যতায় কাশ্মীরে অশান্তি ছড়াচ্ছে


আজকেরবাংলাদেশপোস্ট অনলাইন ডেস্ক:  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্টের (আইএসআই) সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সখ্যতা বেড়ে যা্ওয়ায় ভারতের ভূস্বর্গ হিসেবে খ্যাত রাজ্যটিতে অশান্তি ছড়াচ্ছে।

আইএসআই দুই দেশের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিনতাবাদীদের দিয়ে গোটা উপত্যকায় রক্ত ঝড়াচ্ছে।

বিগত  তিন দশক ধরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এ অঞ্চলটিকে আশান্ত করে তুলেছে। তারা বিচ্ছিন্নতাবাদীদের মগজধোলাই করে এই এলাকার মানুষদের জীবীকা ও জীবন দুই'ই কেড়ে নিচ্ছে।

২০১৯ সালের আগে তারা কেন্দ্রীয় সরকারের শাসন নিয়ে ব্যাপক ভীতি ছড়ায় উপত্যকার মানুষদের মধ্যে।

বিচ্ছিন্নতাবাদীরা ভেবেছিল, সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যারের পর কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বিলুপ্ত হলে এখানে হুরিয়াত নেতারা তাণ্ডব চালাবে, এখানকার মানুষজন বিক্ষোভে ফেটে পড়বে।

পাকিস্তানের সে স্বপ্ন পূরণ হয়নি।উল্টো তারা এখন কাশ্মীরিদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন।

এস এস