ন্যাভিগেশন মেনু

আইপিএল খেলতে পারবে না আইয়ার


ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আইয়ারের আইপিএল না খেলতে পারার খবর টুইটারে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক পার্থ জিন্দাল।

তিনি লিখেন, ‘আমাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জন্য খুবই হতাশার খবর। শক্ত থাকুন অধিনায়ক। দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃসময় কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন, এই বিশ্বাস আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনাকে ভারতের প্রয়োজন।’

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবারের (২৩ মার্চ) ভারতের প্রথম ওয়ানডেতে চোট পান শ্রেয়াস আইয়ার। আইয়ারের স্ক্যান রিপোর্টে তার বাঁ কাঁধে চিঁড় ধরা পড়েছে। এজন্য অস্ত্রোপচার দরকার। জনি বেয়ারস্টোর একটি শট থামাতে গিয়ে পড়ে গিয়ে চোটটা পান।

এদিকে ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

১৮ জনের দল থেকে আইয়ার ছিটকে যাওয়ায় শুক্রবারের ম্যাচে ওয়ানডে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের।

আইয়ারের জায়গায় আসন্ন আইপিএলে দিল্লির নেতৃত্বে দেখা যেতে পারে সহঅধিনায়ক ঋষভ পান্তকে। সম্ভাবনা রয়েছে ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন ও স্টিভেন স্মিথেরও।

ওয়াই এ/ওআ