ন্যাভিগেশন মেনু

আনসারুল্লাহ বাংলা টিমের বইয়ের প্রকাশক পুলিশের জালে


নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রচার করা বইয়ের প্রকাশক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রাজধানী ঢাকার বাংলা বাজারের ইসলামী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম (৩২) আল রিহাব পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ও প্রকাশক। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোহনপুরের বাসিন্দা। 

রবিবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মো. আসলাম খান এ তথ্য জানান।

আসলাম খান জানান, ২০১৬ সাল থেকে হাবিবুর রহমান ওরফে শামিম আল রিহাব পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা চালু করে। 

মুফতি জসীম উদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসিম উদ্দিন রহমানের কিছু বই প্রকাশ করার জন্য দেয়। তিনি তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। বই প্রকাশ সূত্রে সে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হওয়ার পাশাপাশি জঙ্গি সংগঠনটির কতিপয় সংগঠকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। 

শামীমের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও তার প্রকাশনা সংস্থা থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আল- রিহাব পাবলিকেশন্স থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম' এর প্রধান মুফতী জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থী লেখকের বই প্রকাশ, প্রকাশনা, 'আনসারুল্লাহ বাংলা টিম' এর সদস্যদের কাছে উগ্রপন্থী বই ও পুস্তিকা বিক্রি করে সরকার ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র লিপ্ত ছিল।

এ ছাড়াও, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, গোপনে অনলাইন এবং অফলাইনে উগ্রবাদী বই বিক্রি ও উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এস এস