ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানের ১৮ প্রদেশ তালেবানের দখলে


আফগানিস্তানে তালেবানরা একদিনে ছয়টি শহর কালাত, তেরেনকোট, পুল-ই আলম, ফিরুজ কোহ, কেল্লানাও এবং লশকরগাহ-সহ মোট ১৮টি প্রদেশ দখল করেছে।

শুক্রবার (১৩ আগস্ট) তারা এই ১৮টি প্রাদেশ দখল করে নেয়। তালেবান সশস্ত্র গোষ্ঠী হেরাত ও কান্দাহার শহর দখলের কয়েক ঘণ্টা পরেই এসব প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে বলে দাবি করে।

শনিবার (১৪ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তানের জাবুল প্রদেশের রাজধানী কালাত তালেবানদের দখলে আনা ১৮তম শহর। জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদ প্রধান আতা জান হকবায়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারা কাছাকাছি একটি সেনা ক্যাম্পে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আফগানিস্তানের দক্ষিণ উরুজগান প্রদেশের দুই বিধায়ক বিসমিল্লাহ জান মোহাম্মদ এবং কুদরতউল্লাহ রহিমি বলেছেন, স্থানীয় কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী তেরেনকোটকে তালেবানদের কাছে সমর্পণ করেছেন।

মোহাম্মদ বলেন, শহরটির গভর্নর কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহের পতন হয়।

আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে একটি চুক্তির পর সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছে।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নিয়ে আফগানিস্তানে তালেবানদের হাতে অন্তত ১৮ প্রাদেশিক শহরের পতন হলো। শহরগুলো হলো, সার-ই-পুল, শেবেরগান, আয়বাক, কুন্দুজ, তালুকান, পুল-এ-খুমরি, ফারাহ, যারানজ, ফৈজাবাদ, গজনি, কান্দাহার, হেরাত, লশকর গাহ, কেল্লানাও, কালাত, তেরেনকোট, পুল-ই আলম ও ফিরুজ কোহ।

সিবি/এডিবি/