ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিলেন বাইডেন


আফগনিস্তানে তালেবানের একের পর এক শহর দখলে নেওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অটল রয়েছেন, অন্যদিকে নাগরিকদের সরিয়ে আনতে তিনি আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) জাতীয় নিরাপত্তা দলের সাথে আলোচনা শেষে বাইডেন এ ঘোষণা দেন।

বাইডেন বলেন, আফগানিস্তানে ২০ বছরের মার্কিন অভিযানের ইতি টানতে এবং নাগরিক ও সৈন্য প্রত্যাহারের কাজকে সহায়তায় প্রায় পাঁচ হাজার সৈন্য দেশটিতে কাজ করবে। এ সংখ্যা আগে ছিল তিন হাজার।

বাইডেন সতর্ক করে বলেছেন, মার্কিন সৈন্য কিংবা প্রত্যাহারের এ মিশনে তালেবান কোনও ঝুঁকি তৈরি করলে তাদের কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরীফ তালেবানের দখলে নেওয়া এবং রাজধানী কাবুলের কাছাকাছি তাদের পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন এ ঘোষণা দিলেন।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, মার্কিন দূতাবাস কর্মী এবং আমেরিকান বাহিনীকে সহায়তাকারী আফগান বেসামরিক নাগরিকদের সরিয়ে আনতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আরও সৈন্য কাবুলে পৌঁছেছে।

সিবি/এডিবি/