ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান জাতিসংঘের


আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায়, যে সরকার হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

সোমবারের ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্খন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।

তাছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে।

এক টুইট বার্তায় তিনি আহ্বান জানিয়ে বলেন, 'দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোনও আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।'

এদিকে, আফগান শরণার্থীদের জন্য ৫০০ মিলিয়ন ডলার বা ৫০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজ থেকে পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘আফগানিস্তান পরিস্থিতির কারণে শরণার্থী, যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার বা ঝুঁকিতে থাকা অন্য ব্যক্তিদের অভিবাসন ও সহায়তায়’ যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী তহবিল ব্যবহারের বরাদ্দ দিয়েছেন বাইডেন।

এই তহবিল আন্তর্জাতিক সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও অ্যাজেন্সিগুলোর মাধ্যমে ব্যবহার করা হবে।

এডিবি/