ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে ফের ভূমিকম্প


আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকা আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত মঙ্গলবারও দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। খবর আনন্দবাজার প্রত্রিকা‘র।

ভূমিকম্প সৃষ্ট ওই অঞ্চলটি কাবুল থেকে প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পের পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এর আগে মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিটের দিকে অনুভূত হয়েছিল কম্পন। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্প হলো আফগানিস্তানে।

উল্লেখ্য, গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবানরা। পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এমতাবস্থায় রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হলো দেশটিতে।

সিবি/ওআ