ন্যাভিগেশন মেনু

আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে মিনিট্রাক তল্লাশি করে ৭১ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে দু'জনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

আটককৃতরা হলো - মো: নূরে আলম (৪০), মোঃ আলাউদ্দিন (৫০)। তারা উভয়ই ভোলা জেলার বোরহানউদ্দিনের কুতুবা এলাকার বাসিন্দা।

শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর উপ-অধিনায়ক মোঃ হাসান শাহরিয়ার জানান, তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তারা মাদক ব্যবসার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করছিলো। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৯ মার্চ) গাঁজার একটি বড় চালান নিয়ে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিক্রির জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। গোপনসূত্রে এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত সবজি পরিহনের আড়ালে মাদকদ্রব্য এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচএস/সিবি/এডিবি