ন্যাভিগেশন মেনু

উখিয়ার গহীন অরণ্য থেকে অস্ত্রসহ দুজন আটক


কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি, কিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন - মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম।

মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মধুরছড়া পাহাড় থেকে ২ জনকে আটক করে। পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়েঘর থেকে দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও কিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র্যাবের এ কর্মকর্তা বলেন, আটককৃতরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে রোহিঙ্গাদের কাছে  অস্ত্র সরবরাহ করতো। তারা দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছে।

সিবি/এডিবি