ন্যাভিগেশন মেনু

একমাত্র টেস্টে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ


স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বুধবার (৭ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ওপেনার তামিম ইকবালে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তামিমের পায়ের ব্যাথা কমার বদলে বাড়ছে।

বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গ বলেন, ‘টেস্ট ক্রিকেটে সময়টা খারাপ যাচ্ছে। বাংলাদেশের এখন দরকার একটা জয়, হোক সেটা জিম্বাবুয়েই। রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সাথে হেরেছি। এখন ভালো করতেই হবে। আর সেটা করতে অবশ্যই ধৈয্যশীল হতে হবে। টেস্ট ক্রিকেটে এটাই গুরুত্বপূর্ণ। ধৈর্য্য না ধরলে ভালো রান যেমন আসবে না হুট করে উইকেটও আসে না।

তিনি বলেন, ‘মুশফিক এখন পুরোপুরি ঠিক আছেন। ওর রিহ্যাব খুব ভালো হয়েছে। তবে তামিমরে ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে এখনি কিছু বলতে পারছি না। আরেকটু অপেক্ষা করতেই হবে।’

এদিকে মঙ্গলবার (৬ জুলাই) হারারে থেকে ম্যাচপূ্র্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘তামিম ভাই’র ইনজুরি কনসার্নের কারণে আমাদের দেরি করতে হচ্ছে। উনি শুধু আপনাদের জন্য নয়, আমার জন্যও গুরুত্বপূর্ণ। সেজন্য অপেক্ষা করছি। মুশফিক ভাই খেলবেন।’

এমআইআর/ওআ