ন্যাভিগেশন মেনু

সাবেক চসিক মেয়র মনজুরের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

এসএসসি ফলাফলের উপর ভবিষ্যত জীবনে সাফল্য নির্ভর করে: সাইফুল


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৪ এর বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

অত্র বিদ্যালয় থেকে ২৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
 
শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মৌসুমী দাশ। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। 
এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের-মঞ্জু কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, প্রতিষ্ঠান প্রধান আব্দুস সাত্তার মজুমদার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক জাকির হোসেনসহ অতিথিবৃন্দরা।
 বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উপহার প্রদান সহ ফুল ছিটিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অধ্যয়ন এবং সঠিক উত্তর লিখার পরামর্শ দেন। 

তিনি বলেন, এসএসসি’র ফলাফলের উপর ভবিষ্যত জীবনে সাফল্য নির্ভর করে এ বিষয়টি শিক্ষার্থীদের আমলে নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে। আমার পিতা সাবেক চসিক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শিক্ষা বিস্তার এবং দেশে শিক্ষিত সুনাগরিক গড়ার জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি তাঁদের শিক্ষা বিস্তার ও সমাজসেবায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।