ন্যাভিগেশন মেনু

এ কোন বিপর্যয়ে বিশ্বের নামীদামি সব ওয়েবসাইট


বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে পড়েছে নামীদামী সব ওয়েবসাইট। অ্যামাজন, গুগল, ট্যুইটার, নিউইয়র্ক টাইমস, ফিন্যানশিয়াল টাইমস, ব্লুমবার্গের সাইট ডাউন। কী কারণে এমনটা হলো, তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকেই বিশ্বজুড়ে ইন্টারনেট সমস্যায় পড়েছেন বহু মানুষ। বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ানের মতো বিভিন্ন সংবাদমাধ্যমের সাইটও দেখতে সমস্যায় পড়েছেন অনেকে।

কাজ করা বন্ধ করে দেয় যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট gov.uk। এ ছাড়াও অচল হয়ে যায় রেড্ডিট, পিনটারেস্ট, স্পটিফাই, এইচবিও ম্যাক্স, কুয়োরার মতো সাইট।

বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ সাইটগুলি ডাউন হওয়ার খবর জানা যায়। এই সময়ের রেড্ডিটের ২১ হাজার ব্যবহারকারী এবং অ্যামাজনের ২ হাজার ব্যবহারকারী ওয়েবসাইটের সমস্যার কথা জানিয়ে ‘রিপোর্ট’ করেন বলে জানায় হিন্দুস্তান টাইমস।

ওয়েবসাইটগুলি খুলতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা ভেসে উঠতে থাকে স্ক্রিনে। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে এই ঘটনার সঙ্গে কোনও ভাবে হ্যাকাররা যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) প্রোভাইডারের সমস্যার কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে।

এডিবি/