ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত


‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশেষ শিশুদের জন্য প্রতিষ্ঠান অরুণোদয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা পরিস্থিতিতে চ্যালেঞ্জ কাটিয়ে সুষ্ঠু ও সঠিকভাবে জন্ম নিবন্ধন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

জেলা প্রশাসক মোঃ কামাল হোসনের সভাপতিত্বে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনায় অংশ নেন - কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি-এলজি) শ্রাবন্তী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আলমগীর প্রমুখ।

এমআইআর/এডিবি