কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে, আগামী ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কম্বোডিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান ৪ নভেম্বর বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সফরকালে লি খ্য ছিয়াং নমপেনে অনুষ্ঠেয় ২৫তম চীন-আসিয়ান (১০+১) নেতাদের বৈঠক, আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া (১০+৩)-এর নেতাদের ২৫তম বৈঠকে, এবং ১৭তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইএএস) অংশগ্রহণ করবেন।
চাও লি চিয়ান বলেন, সফরকালে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ সফর কম্বোডিয়ার সাথে চীনের সম্পর্ক আরও জোরদার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। - সূত্র: সিএমজি