ন্যাভিগেশন মেনু

করোনায় ডামুড্যা উপজেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু


শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিম করোনাভাইরাস আক্রন্ত হয়ে মারা গেছেন। 

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডামুড্যা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াস উদ্দিন জানান,  লকডাউনের কারণে ছুটিতে থাকা অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিম গত ১৪ জুলাই করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় ২২ জুলাই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

কাজী আব্দুল মোকিমের বাড়ি রাজশাহীর ঘোরামারা উপজেলার আলুপট্টি এলাকায়। তিনি ১৯৯৩ সালে চাকরিতে যোগদান করেন। 

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ডামুড্যা উপজেলা শাখা, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বজন সমাবেশ।

এসআইএস/এসএএডিবি/