ন্যাভিগেশন মেনু

কানাডায় ভ্রমণকারী ও সরকারি কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক


কানাডায় সকল ফেডারেল কর্মী এবং বেশিরভাগ বানিজ্যিক রেল, বিমান ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দেন।

শুক্রবার (১৩ আগস্ট) কানাডার আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, সরকারি কর্মচারীদের জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তা এই বছরের শেষ পর্যন্ত থাকবে। তিনি আশা করেন, ফেডারেল সরকার এবং অন্যান্য ফেডারেল নিয়ন্ত্রিত নিয়োগকারীদের মালিকানাধীন কর্পোরেশনগুলিও এটি অনুসরণ করবে।

ডোমিনিক লেব্ল্যাঙ্ক বলেছেন, 'মহামারি শেষ করা এবং অর্থনীতিকে নিরাপদে উন্মুক্ত রাখার জন্য এটি সর্বোত্তম উপায়।'

তিনি বলেন, আমরা আশাকরি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।

তিনি আরও বলেন, যাদের চিকিৎসার কারণে টিকা দেওয়া যাবে না তাদের জন্য পরীক্ষা এবং স্ক্রিনিং ব্যবস্থা নেওয়া হবে।

লেব্ল্যাঙ্ক উল্লেখ করেন, ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় নিয়োগকর্তা। তাদের কর্মচারীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।

প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেওয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।

এক সংবাদ সম্মেলনে লি ব্ল্যাংক আরো জানান, টিকা নেয়ার বাধ্যতামূলক নীতি পরিবহন খাতে অক্টোবরের শেষ নাগাদ চালু করা হবে।

পরিবহন মন্ত্রী ওমর আলগাব্রা বলেন, ফেডারেল-নিয়ন্ত্রিত বিমান, রেল এবং সামুদ্রিক পরিবহন কর্মীদেরও নির্দিষ্ট ভ্রমণকারীদের সাথে টিকা দিতে হবে।

কানাডায় শুক্রবার পর্যন্ত তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ৭১ শতাংশ টিকার অন্তত  একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ লোক।

সিবি/এডিবি/