ন্যাভিগেশন মেনু

কানাডা ২০ হাজার আফগান শরণার্থীর পুনর্বাসন করবে


আফগানিস্তানের প্রধান প্রধান শহরগুলো সরকারের বেহাত হয়ে যাওয়ায় তালেবানদের প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার জন্য নারীনেত্রী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকসহ ২০ হাজারের বেশি শান্তিপ্রিয় আফগানদের পুনর্বাসনের পরিকল্পনা করেছে কানাডা।

রয়টার্স জানায়, শুক্রবার (১৩ আগস্ট) কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডেসিনো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, কানাডা সরকারের জন্য কাজ করা হাজার হাজার আফগানদের, যেমন দোভাষী, দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে স্বাগত জানানোর পূর্ব উদ্যোগের পাশাপাশি এই প্রচেষ্টা।

তিনি বলেন, 'যেহেতু তালেবানরা আফগানিস্তানের অধিকাংশ এলাকা দখল করেছে, আরও অনেক আফগানদের জীবন ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে। কানাডা এ অবস্থায় পাশে না দাঁড়িয়ে পারে না।'

তবে কতোদিনের মধ্যে এই অভিবাসন প্রকৃয়া শুরু হবে তা তিনি জানাননি।

মেন্ডেসিনো বলেন, কানাডার নতুন পরিকল্পনায় বিশেষভাবে যারা দুর্বল, তাদের ওপর মনোনিবেশ করা হবে, যাদের মধ্যে নারী নেত্রী, মানবাধিকার রক্ষক, সাংবাদিক, নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু এবং সমকামী এবং সমকামী সম্প্রদায়ের সদস্যরাও রয়েছেন।

মেন্ডিসিনো বলেন, অনেকগুলো ফ্লাইট ইতোমধ্যে আশ্রয় প্রার্থীদের নিয়ে যাত্রা করেছে, প্রথম ফ্লাইট শুক্রবার টরেন্টোতে অবতরণ করেছে।

কর্মকর্তারা বলেছেন, তালেবানরা রাজধানী কাবুলে অগ্রসর হওয়ার সাথে সাথে কানাডিয়ান বিশেষ বাহিনী দূতাবাস কর্মীদের বিমানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, এ বিষয়ে বিশদভাবে কিছু জানানো হয়নি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'কানাডার দূতাবাস এবং আমাদের কর্মীদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'

এর আগে শুক্রবার স্পেন, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস তাদের নিজ নিজ দূতাবাসকর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

কানাডা বলেছে, তারা আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিত্রদের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।

সিবি/এডিবি/