ন্যাভিগেশন মেনু

কারা হলেন সিপিসির নতুন নেতা


সিপিসির ২০তম ন্যাশনাল কংগ্রেস শেষ হলো এবং নতুন কেন্দ্রীয় কমিটি ও পলিটিকাল ব্যুরো গঠিত হলো। । চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির নতুন নেতা যারা হলেন, তারাই এই বিশাল দেশটির মূল নেতৃত্বে থাকবেন। চলুন দেখা যাক কারা হলেন সিপিসির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির নেতা।  

সি চিনপিং 

১৯৫৩ সালের জুন মাসে জন্মগ্রহণ করেন। তিনি শানসি প্রদেশের ফুপিং থেকে এসেছেন। তিনি ১৯৬৯ সালের জানুয়ারিতে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৭৪ সালের জানুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টিতে (সিপিসি) যোগ দেন। সি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস থেকে স্নাতক হন যেখানে তিনি মার্কসবাদী তত্ত্ব এবং আদর্শিক ও রাজনৈতিক বিষয়ে একটি ইন-সার্ভিস গ্র্যাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি ডক্টর অফ ল ডিগ্রীধারী। সি বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিপিসি কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) প্রেসিডেন্ট এবং পিআরসি কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান।

লি ছিয়াং 

১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। চেচিয়াং প্রদেশের রুইয়ান থেকে এসেছেন। তিনি ১৯৭৬ সালের জুলাই মাসে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৮৩ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এ যোগ দেন। তিনি সেন্ট্রাল পার্টি স্কুলে স্নাতক শিক্ষা লাভ করেন এবং একটি নির্বাহী এমবিএ ডিগ্রি অর্জন করেন। লি বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সিপিসি সাংহাই মিউনিসিপ্যাল কমিটির সেক্রেটারি।

চাও লেচি: 

১৯৫৭ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। তিনি শানসি প্রদেশের সিয়ান শহর থেকে এসেছেন। তিনি ১৯৭৪  সালের সেপ্টেম্বরে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৭৫ সালের জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এ যোগ দেন। তিনি সেন্ট্রাল পার্টি স্কুলে স্নাতক শিক্ষা লাভ করেন। চাও বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য।

ওয়াং হুনিং

১৯৫৫ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেন। তিনি শানতুং প্রদেশের লাইচোও থেকে এসেছেন। তিনি ১৯৭৭  সালের ফেব্রুয়ারিতে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৮৪ সালের এপ্রিলে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এ যোগদান করেন। ওয়াং ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগ থেকে স্নাতক হন যেখানে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে স্নাতক প্রোগ্রাম সম্পন্ন করেন এবং আইনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পেশাগতভাবে অধ্যাপক। ওয়াং বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং গভীর সংস্কারের জন্য কেন্দ্রীয় কমিশনের অফিসের পরিচালক।

সাই ছি

১৯৫৫ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন।  তিনি ফুচিয়ান প্রদেশের ইউসি থেকে এসেছেন। তিনি ১৯৭৩ সালের মার্চ মাসে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৭৫ সালের আগস্টে চীনের কমিউনিস্ট পার্টিতে (সিপিসি) যোগ দেন।সাই  ফুচিয়ান নর্মাল ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড ল থেকে স্নাতক হন যেখানে তিনি রাজনৈতিক অর্থনীতিতে একটি ইন-সার্ভিস গ্র্যাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সাই বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, সিপিসি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিয়েটের সদস্য, সিপিসি বেইজিং মিউনিসিপ্যাল কমিটির সেক্রেটারি এবং শীতকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক গেমস।২০২২ বেইজিং-এর অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও লিডিং পার্টি মেম্বারস গ্রুপ সেক্রেটারি।

তিং সুয়েসিয়াং 

১৯৬২ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি চিয়াংসু প্রদেশের নানথোং থেকে এসেছেন। তিনি ১৯৮২ সালের আগস্টে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৮৪ সালের অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এ যোগ দেন। তিং ফুদান বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতক হন যেখানে তিনি প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি ইন-সার্ভিস গ্র্যাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং প্রফেসর-স্তরের সিনিয়র ইঞ্জিনিয়ার।  তিং বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক এবং কেন্দ্রীয় পার্টি ও রাজ্য প্রতিষ্ঠানের ওয়ার্কিং কমিটির সেক্রেটারি।

লি সি

১৯৫৬ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেন।  তিনি কানসু প্রদেশের লিয়াংতাং থেকে এসেছেন। তিনি ১৯৭৫ সালের জুলাই মাসে তার প্রথম চাকরি শুরু করেন এবং ১৯৮২ সালের জানুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এ যোগদান করেন। লি  চীনা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক হন। 

 নর্থওয়েস্ট চায়না টিচার্স কলেজ থেকে  তিনি চীনা ভাষা ও সাহিত্যে একটি স্নাতক প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রিধারী। লি বর্তমানে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের সেক্রেটারি এবং সিপিসি কুয়াংতং প্রাদেশিক কমিটির সেক্রেটারি।