ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত


ভারতের কাশ্মীরের লখনপুরে সেনাবাহিনীর একটি চপার বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কো-পাইলট। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) স্থানিয় সময় সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব চপারটি ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব পাঞ্জাবের পাঠানকোট থেকে আসছিলো।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, কাঠুয়া জেলার এসএসপি শৈলেন্দ্র মিশ্র বলেন, সোমবার সন্ধ্যায় আচমকা দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর চপারটি। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ার আগে কোনও মতে ক্র্যাশ ল্যান্ড করতে বাধ্য হন দুই চালক। গুরুতর আহত অবস্থায় তাদের সেনাঘাঁটির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পাইলটের মৃত্যু হয়।

ভারতীয় সেনাবাহিনী হাসপাতালে সেনা চপারের পাইলটের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে।

এডিবি/