ন্যাভিগেশন মেনু

কিউইদের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা


ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচেও হেরে গেলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের সবকটি ম্যাচ হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার (২৬ মার্চ) সিরিজের তৃতীয় ম্যাচে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারে টিম বাংলাদেশ।

রুবেল হোসেন ও তাসকিন আহমেদের উড়ন্ত বোলিংয়ের সামনে ঘুড়ে দাঁড়িয়েছিল কিউইরা। জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা।

কিউইদের ছুড়ে দেওয়া ৩১৯ রান তাড়া করতে না পেরে টাইগাররা হারল ১৬৪ রানের বিশাল ব্যবধানে।

শুরুতেই আউট হন টাইগার দলপতি তামিম। ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ম্যাট হেনরির পরবর্তী ওভারে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য সরকারও। তামিম ও সৌম্য দুজনের ব্যাট থেকেই এসেছে মাত্র ১টি করে রান।

তাসকিনকে নিয়ে মাহমুদুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে তুললে দলের শতরান পার হয়। এরপর ৬৪ বলে ৪ চার ও ২ ছয়ে মাহমুদুল্লাহ অর্ধশতক তুলে নিলে ১৫৪ রানে থামে টাইগার ইনিংস। মাহমুদুল্লাহ ৭৩ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন।

সকালে তামিম-লিটন-সৌম্য-মিঠুনদের তাড়া দেখে পরের কোন ব্যাটসম্যানেরই আর মাঠে থাকতে ইচ্ছে

দলের শতরান পার হওয়ার পরই অবশ্য ৯ রান করে বিদায় নেন তাসকিন।

তামিমের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তামিম। ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এর পরেই বিদায় নেন সৌম্য।

লিটন সাজঘরে ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন মুশফিক ও মিঠুন। এ জুটি যোগ করতে পারে মাত্র ২২ রান।

মিঠুনের পর মুশফিককে সঙ্গ দিতে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এই অভিজ্ঞ দুই ব্যাটসম্যান তাদের অভিজ্ঞতার ঝুলি খুলে তেমন কিছুই করতে পারেননি। এ জুটিতে যোগ হয় মাত্র ২৯ রান। ৪৩ বলে ২১ রানে সমাপ্তি ঘটে মুশফিকের ইনিংসের।

নিশামের করা ৪৩ ওভারের প্রথম বলে রুবেল হোসেন বিদায় নিলে ক্রিজে আসেন মুস্তাফিজ। এর তিন বল বলে এলবির ফাঁদে পরে মুস্তাফিজ বিদায় নিয়ে ১৫৩ রানেই থাকে টাইগারদের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৭.৪ ওভার বল করে ২৭ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন নিশাম।

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ডেরিল মিচেলের অভিষেক সেঞ্চুরিতে ভর করে টাইগারদের সামনে ৩১৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।

ওয়াই এ / এস এস