ন্যাভিগেশন মেনু

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আটক ১৪


কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একসপ্তাহে দফায় দফায় সংঘর্ষে দুইজন স্থানীয় ও ৬ রোহিঙ্গাসহ ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত কুতুপালং ১ নং ক্যাম্প এবং আশ পাশের ক্যাম্পে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) জানান, ক্যাম্পে এক সপ্তাহে ৮ জন নিহত হয়েছে। সবশেষ ৪ জন নিহতের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ৫০/৬০ জন। পরে অনেক বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আশ্রয় শিবিরের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদার ভাগাভাগি নিয়ে কয়েক সপ্তাহ ধরে মুন্না ও আনাস বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে গোলাগুলি এবং সংঘর্ষ চলছে।

রোহিঙ্গারা জানিয়েছে, দুইপক্ষে চার শতাধিক সন্ত্রাসী রয়েছে। কুতুপালংসহ আশপাশের কয়েকটি আশ্রয় শিবিরে বসতি আট লাখের বেশি রোহিঙ্গার। এর মধ্যে ১৯৯০ সালে আসা রোহিঙ্গারাও রয়েছে। আগের আসা শরণার্থী গ্রুপের মুন্না বাহিনীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২০১৭ সালে নতুন আসা আনাস বাহিনীর বেশ কিছুদিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে।

সিবি/ এডিবি